বরিশাল সিটি কলেজে আপনাকে স্বাগতম !
প্রাচ্যের ভেনিস বরিশাল শহরের প্রাণকেন্দ্রে সদর রোডে বরিশাল সিটি কলেজটি অবস্থিত। কর্ম ও শ্রমজীবী মানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে 1990 সনে বরিশাল সিটি নাইট কলেজ নামে কলেজটি যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে কলেজটি বগুড়া রোড, ব্রাউন কম্পাউন্ডে অস্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার পর 1993 সালে বর্তমানে অবস্থানস্থল বরিশাল শহরের কেন্দ্রস্থলে সদর রোডে নিজস্ব ক্যাম্পাসে আসে এবং বরিশাল সিটি নাইট কলেজ নাম বদলে বরিশাল সিটি কলেজ(দিবা-নৈশ) নামে আত্নপ্রকাশ করে।
শুরু থেকেই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায় কলেজটিতে পাঠদান শুরু হয়।প্রশাসনের সহোযোগিতা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তায় শুরু থেকে কয়েকজন শিক্ষক কর্মচারীর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের বরিশাল সিটি কলেজ। কলেজের বর্তমান অবস্থান স্থলটিতে রয়েছে 1.14 একর জমি। এ ছাড়াও সিএন্ডবি রোডে ছাত্রদের হোস্টেল নির্মানের জন্য রয়েছে 27 শতাংশ জমি ্ও চর বদনা মৌজায় কীর্তনখোলা নদীর পাড়ে রয়েছে খেলার মাঠের জন্য 1.09 একর জমি। বিভিন্ন ঘাত প্রতিঘাত সত্বেও কলেজটিতে বরাবরই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক।
কলেজটিতে মাধ্যমিক পর্যায়ে বাংলা, ইংরেজি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ভূগোল, যুক্তিবিদ্যা ইসলাম শিক্ষা, সংস্কৃত, গার্হস্থ্য বিজ্ঞান, মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গনিত, ব্যবস্থাপনা ও হিসাবাবজ্ঞান বিষয় চালু আছে।
ডিগ্রি পর্যায়ে বাংলা, ইংরেজি, ভূগোল, ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সংস্কৃত, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ইসলাম শিক্ষা বিষয় চালু আছে।
কলেজটিতে প্রতিটি বিষয়ে পাঠদানের জন্য রয়েছে দক্ষ এবং যোগ্য শিক্ষক। কলেজটি শহরের প্রানকেন্দ্রে অবস্থিত হওয়ায় শহরের যেকোন প্রান্ত থেকেই এর সাথে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এখানে চালু আছে।